শিক্ষা

কুষ্টিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, সিদ্ধান্তহীনতার বৃত্তেই স্কুল বন্ধের ঘোষণা

স্কুল বন্ধের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ায় স্কুল বন্ধ
কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়। ২৮ জানুয়ারি ২০২৪। ছবি: স্টার

কুষ্টিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।

তবে ভোগান্তি কমেনি শিক্ষার্থীদের। এ দিনও ঘোষণার পূর্বেই স্কুলে চলে আসেন অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা।

চলমান শৈত্য প্রবাহে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় এর আগে গত মঙ্গলবার কুষ্টিয়ায় স্কুল বন্ধ রাখা হয়।

স্কুল বন্ধের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় স্কুল বন্ধ
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় ক্লাস বন্ধ। স্বস্তিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খেলছে শিক্ষার্থীরা। ২৮ জানুয়ারি ২০২৪। ছবি: স্টার

তারা জানান, আবহাওয়া অফিস থেকে তাপমাত্রার তথ্য পাওয়ার পর কয়েকটি গ্রুপে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে গেলে এ নির্দেশ উঠে যাবে।

কুমারখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মামুন আর রশিদ ডেইলি স্টারকে বলেন, 'আজ কুষ্টিয়ায় তাপমাত্রা কমে আট দশমিক পাঁচ ডিগ্রিতে নেমেছে।'

এদিকে যথারীতি কুষ্টিয়া জিলা স্কুলসহ বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের চলে আসতে দেখা গেছে।

কুষ্টিয়ায় স্কুল বন্ধ
বন্ধ জানার পর স্কুল থেকে ফিরছে শিক্ষার্থীরা। ২৮ জানুয়ারি ২০২৪। ছবি: স্টার

কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আমরা সকাল ৮টার দিকে ঘোষণা পাওয়ার পরপরই স্কুলের ফেসবুক পেজসহ সব গ্রুপে বন্ধের মেসেজ দিই। এরপরও কিছু শিক্ষার্থী মেসেজ না দেখে স্কুলে চলে আসে। পরে তাদের ফেরত পাঠানো হয়।'

কুষ্টিয়া শহরে সন্তানদের স্কুলে নিয়ে এসেছিলেন বিপ্লব হোসেন। তিনি ডেইলি স্টারকে বলেন, 'রোজ রোজ একই ভোগান্তি পোহাতে হচ্ছে। স্কুলে যদি আসতেই হয়, তাহলে ক্লাস চললে সমস্যা কোথায়?'

Comments