সেরা অভিনেতা ‘অ্যানিমেল’ রণবীর, ক্রিটিকসে ‘টুয়েলভথ ফেল’ বিক্রান্ত

নারীবিদ্বেষপূর্ণ গল্প নিয়ে সমালোচনা ও বিতর্কের মধ্যেই 'অ্যানিমেল' সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪ এ সেরা অভিনেতা (পপুলার) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রণবীর কাপুর।

অন্যদিকে, সেরা অভিনেত্রী (পপুলার) ক্যাটাগরিতে জিতেছেন আলিয়া ভাট, 'রকি অর রানি কি প্রেম কাহানি'র সিনেমার জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।

এছাড়া দর্শক নন্দিত সিনেমা 'টুয়েলভথ ফেল' দিয়ে ক্রিটিক বা সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হয়েছেন বিক্রান্ত ম্যাসি। সিনেমাটি চারটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছে। 

ফিল্মফেয়ার ২০২৪ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:

সেরা চলচ্চিত্র (পপুলার) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে 'টুয়েলভথ ফেল'। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে 'জওয়ান', 'ওএমজি ২', 'পাঠান', 'রকি অর রানি কি প্রেম কাহানি'।

সেরা চলচ্চিত্র (সমালোচক) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে 'জোরাম'। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে 'টুয়েলভথ ফেল', 'ভেদ', 'ফারাজ', 'স্যাম বাহাদুর', 'থ্রি অব আস', 'জুইগাতো'।

সেরা পরিচালক পুরস্কার জিতেছে বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে আমির রায় (ওএমজি ২), অ্যাটলি (জওয়ান), করণ জোহর (রকি অর রানি কি প্রেম কাহানি), সন্দীপ রেড্ডি ভাঙ্গা (অ্যানিমেল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান)।

প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পপুলার) ক্যাটাগরিতে জিতেছে রণবীর কাপুর (অ্যানিমেল)। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে—রণবীর সিং (রকি অর রানি কি প্রেম কাহানি), শাহরুখ খান (ডানকি), শাহরুখ খান (জওয়ান), সানি দেওল (গাদার ২) ও ভিকি কৌশল (স্যাম বাহাদুর)।

প্রধান চরিত্রে সেরা অভিনেতা (সমালোচক) ক্যাটাগরিতে জিতেছে বিক্রান্ত ম্যাসি (টুয়েলথ ফেল)। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে—অভিষেক বচ্চন (ঘুমার), জয়দীপ আহলাওয়াত (থ্রি অব আস), মনোজ বাজপেয়ী (জোরাম), পঙ্কজ ত্রিপাঠী (ওএমজি ২), রাজকুমার রাও (ভেদ) ও ভিকি কৌশল (স্যাম বাহাদুর)।

প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী (পপুলার) ক্যাটাগরিতে জিতেছে আলিয়া ভাট (রকি অর রানি কি প্রেম কাহানি)। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে— ভূমি পাডনেকর (থ্যাংক ইউ ফর কামিং), দীপিকা পাড়ুকোন (পাঠান), কিয়ারা আদবানি (সত্যপ্রেম কি কথা), রাণী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), তাপসী পান্নু (ডানকি)।

প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী (সমালোচক) ক্যাটাগরিতে জিতেছে শেফালী শাহ (থ্রি অব আস) ও রাণী মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে— দীপ্তি নেভাল (গোল্ডফিশ), ফাতেমা সানা শেখ (ধাক ধাক), সাইয়ামি খের (ঘুমার), শাহানা গোস্বামী (জুইগাতো)।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জিতেছে ভিকি কৌশল (ডানকি)। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে— আদিত্য রাওয়াল (ফারাজ), অনিল কাপুর (অ্যানিমেল), ববি দেওল (অ্যানিমেল), ইমরান হাশমি (টাইগার ৩), তোতা রায় চৌধুরী (রকি অর রানি কি প্রেম কাহানি)।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জিতেছে শাবানা আজমি (রকি অর রানি কি প্রেম কাহানি)। এ ক্যাটাগরিতে আরও মনোনয়ন পেয়েছে—জয়া বচ্চন (রকি অর রানি কি প্রেম কাহানি), রত্না পাঠক শাহ (ধাক ধাক), শাবানা আজমি (ঘুমার), তৃপ্তি দিমরি (অ্যানিমেল), ইয়ামি গৌতম (ওএমজি ২)।

গতকাল রোববার ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছিল। এতে উপস্থাপনা করেন নির্মাতা করণ জোহর। অনুষ্ঠানে পারফর্ম করেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানসহ আরও অনেকে।

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

7h ago