বিশাখাপত্তনমে অভিষেক হচ্ছে বশিরের
অ্যালিস্টার কুককে করা ২৫ বলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিল কাউন্টি চ্যাম্পিয়নশিপ। সেই ভিডিও দেখেই শোয়েব বশিরকে পছন্দ হয়ে যায় ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের। ভারত সফরের দলে নিয়ে নেন তাকে। এরপর ভিসা জটিলতায় তো তুমুল আলোচনায় আসেন এই তরুণ। এবার সেই তরুণের অভিষেক হচ্ছে বিশাখাপত্তনম টেস্টে।
আগামীকাল শুক্রবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে বিশাখাপত্তনমে। আর ম্যাচ শুরুর একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড দল। একাদশে পরিবর্তন দুটি। চোট পেয়ে ছিটকে যাওয়া জ্যাক লিচের জায়গায় একাদশে এসেছেন বশির। এছাড়া মার্ক উডের জায়গায় দলে ঢুকেছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।
19-year-old off-spinner Shoaib Bashir has looked very assured on first-class debut
He's bowled beautifully to Sir Alastair Cook: here's all 25 balls of their morning contest#LVCountyChamp pic.twitter.com/WWvkg5iLOn— County Championship (@CountyChamp) June 11, 2023
হায়দরাবাদ টেস্টে অসাধারণ এক জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত ২৮ রানের জয় পায় তারা। এর আগে ঘরের মাঠে প্রথম ইনিংসে একশ রানের লিড নিয়েও হারের নজির ছিল না ভারতের। সেই টেস্টেই ফিল্ডিং করার সময়ে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান লিচ। তাতেই ভাগ্যের শিকে খোলে বশিরের।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুট, অলি পোপ, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।
Comments