ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই টেস্টেও অনিশ্চিত কোহলি
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বিরাট কোহলি। তবে ইংল্যান্ড সিরিজে তাকে নাও দেখা যেতে পারে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। পরের দুই টেস্ট মিস করতে পারেন। ফিরতে পারেন পঞ্চম টেস্টে।
ধর্মশালায় আগামী ৭ মার্চ থেকে শুরু হবে পঞ্চম টেস্ট। এর আগে রাজকোট এবং রাঁচিতে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে। এই দুই টেস্টে কোহলি থাকছেন না বলেই জানিয়েছে ক্রিকইনফো। শেষ টেস্টে ফিরতে পারলেও শঙ্কা রয়েছে। কারণ শেষ তিন টেস্টের জন্য শীগগিরই দল ঘোষণা করতে যাচ্ছেন নির্বাচকরা।
তবে ঠিক কি কারণে কোহলি থাকছেন না তা জানাতে পারেনি ওয়েবসাইটটি। এর আগে প্রথম দুই টেস্টের অনুপস্থিতি নিয়ে বিসিসিআইর বিবৃতিতে বলা হয়েছিল, 'বিরাট কোহলি বিসিসিআইকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম দু'টি টেস্ট থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময়েই তার সর্বোচ্চ অগ্রাধিকার, কিছু ব্যক্তিগত কারণে তিনি খেলতে পারছেন না।'
তবে ভারতীয় গণমাধ্যমে জোড় গুঞ্জন, দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন কোহলি। যে কারণে এই বিরতি নিয়েছেন তিনি। তার পারিবারিক বন্ধু এবি ডি ভিলিয়ার্সও কোহলিকে নিয়ে চলমান গুঞ্জন সত্যি বলে জানিয়েছিলেন। যদিও কোহলিদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনও।
এদিকে কোহলি না ফিরলেও পরের টেস্টে ফিরতে পারেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। চোটের কারণে বিশাখাপাত্তনম টেস্টে ছিলেন না তারা। জেতা ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তারা। তৃতীয় ম্যাচে ফিরতে পারেন পেসার মোহাম্মদ সিরাজও। রাজকোটে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।
Comments