ফিলিস্তিনের বিপক্ষে তারিককেও পাচ্ছে না বাংলাদেশ

Tariq Raihan Kazi and Bishwanath Ghosh
বিশ্বনাথ ঘোষের সঙ্গে তারিক কাজি। ছবি: বাফুফে

ফরোয়ার্ড শেখ মোরসালিনের পর ডিফেন্ডার তারিক কাজিকেও হারানোর ধাক্কায় পড়ছে বাংলাদেশ ফুটবল দল। গোড়ালির চোটে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচে থাকছেন না তারিক।

আগামী ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে দেশে ও দেশের বাইরে দুই ম্যাচ আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ২১ মার্চ প্রথম লেগের ম্যাচটি হবে কাতারে, ২৬ মার্চ দ্বিতীয় ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়।

গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে দলের রক্ষণভাগের বড় ভরসা হতে পারতেন তারিক। কিন্তু ফিনল্যান্ডে জন্ম নেওয়ায় এই ফুটবলার পড়েছেন গোড়ালির চোটে। গত ৬ ফেব্রুয়ারি ফেডারেশন কাপে কিংস তারকা ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচে চোট পান। এই চোটে তিনি বাংলাদেশ পুলিশ এফসি ও রহমতগঞ্জের বিপক্ষে খেলতে পারেননি। শেখ রাসেলের বিপক্ষে শুক্রবার বসুন্ধরার পরের ম্যাচের বিবেচনাতেও নেই তিনি।

তারিকের চোটে ছিটকে যাওয়া নিয়ে অবশ্য বসুন্ধরা কিংস কিংবা জাতীয় দলের দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিক মন্তব্য করেননি। কিন্তু একটি সূত্রে জানা গেছে, তারিকের পুনর্বাসনের জন্য অন্তত পাঁচ থেকে ছয় সপ্তাহ দরকার। অর্থাৎ তিনি আর মার্চের মাঝামাঝি মাঠে ফিরতে পারেন।

চোট থেকে সেরে উঠার লড়াইয়ে থাকায় ২ থেকে ১৭ মার্চ পর্যন্ত  সৌদি আরবে হতে যাওয়া জাতীয় দলের দুই সপ্তাহের ক্যাম্পে থাকবেন না এই ফুটবলার। এই ক্যাম্পে না থাকার কারণেই ফিলিস্তিনের বিপক্ষে দুই ম্যাচে খেলা কঠিন হয়ে যাবে তার।

এর আগে মঙ্গলবার জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা জানা্ন, ফিলিস্তিনের বিপক্ষে থাকছেন না শেখ মোরসালিন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago