‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না’
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
আজ শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মহিববুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের জন্য কারা দায়ী, তা খুঁজে বের করতে আমরা ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।
Comments