পিরোজপুরে বাস-অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কে বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান।
তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী।
স্থানীয় চৌকিদার ঈসা খান জানান, সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে একটি বাস চন্ডিপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ঝাউতলা নামক স্থানে একই দিকে যাওয়া একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। তখন সেখানে থাকা আরও একটি মোটরসাইকেলেও ধাক্কা লাগে। নিহতদের সবাই অটোরিকশা ও মোটরসাইকেলের আরোহী।
Comments