তানভিরের ঘূর্ণিতে ব্রাদার্সকে বিধ্বস্ত করল আবাহনী

বল হাতে শুরু থেকেই রুদ্ররূপে তানভির ইসলাম। তার ঘূর্ণির মায়াজালে পড়ে এক প্রান্তে রহমতুল্লাহ আলী যা একটু লড়াই করলেন, তবে অপর প্রান্তে ব্যাটারদের আসা যাওয়া ছিল নিয়মিত। তাতে লড়াইয়ের পুঁজিও পায়নি ব্রাদার্স। পরে ব্যাটারদের দাপটে তা সহজেই পেরিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২১.৩ ওভারে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। জবাবে মাত্র ১২.৩ ওভারেই জয় নিশ্চিত করে আবাহনী।

সবমিলিয়ে দুই দলের মোট ১০০ ওভারের ম্যাচ শেষ হয়েছে ৩৩ ওভারে। সকালে শুরু হওয়া ম্যাচ শেষ হয় দুপুরের আগেই। দাপুটে জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আবাহনী।

তবে মাত্র ৭১ রানে গুটিয়ে গেলেও আব্বাস মুসা আলভিকে নিয়ে ৩৪ রানের ওপেনিং জুটি গড়েছিলেন রহমতুল্লাহ। অর্থাৎ কেবল ৩৭ রান তুলতেই ১০টি উইকেট হারায় ব্রাদার্স। ইনিংসের সপ্তম ওভারে বল হাতে নিয়েই আব্বাসকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন তানভির।

পরের ওভারে আরেক ওপেনার রহমতুল্লাহকে ফেরান আবাহনীর তরুণ পেসার আল ফাহাদ। এরপর আর কোনো প্রতিরোধই গড়তে পারেনি দলটি। ২৯ বলে ৩৫ রান করা রহমতুল্লাহ দলের একমাত্র দুই অঙ্ক স্পর্শ করা ব্যাটার।

এরপর একে একে সৈয়দ জারিফ রহমান, অমিত মজুমদার, আবির হোসেন এবং মারাজ মাহবুব নিলয়কে তুলে নিয়ে নিজের ফাইফার পূরণ করেন তানভির। ৬ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করে এই ৫ উইকেট পান এই স্পিনার। ২টি করে উইকেট নেন আল ফাহাদ ও রাকিবুল হাসান।

জবাবে নাঈম শেখের ৩০ এবং আফিফ হোসেন ধ্রুবর অপরাজিত ২৩ রানে ভর করে সহজ জয়ই পায় আবাহনী। তবে দারুণ ছন্দে থাকা সাব্বির হোসেন ও নাঈমকে আউট করে সান্ত্বনা খুঁজে নেয় ব্রাদার্স। দুটি উইকেট নেন পেসার নূর।

Comments

The Daily Star  | English
Abdul Hamid's departure

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

18m ago