ঈদের যে ৩ সিনেমা মুক্তি পাচ্ছে বিদেশেও

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে তিনটি বিদেশে মুক্তি পাচ্ছে।

এর মধ্যে সবার আগে বিদেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমাটি। দেশে আলোচিত হওয়ার পর গত ১৯ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ৭৫টি থিয়েটারে 'রাজকুমার' মুক্তি পেয়েছে।

ছবিটির আন্তর্জাতিক পরিবেশক 'স্বপ্ন স্কেয়ারক্রো'। 'রাজকুমার' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে কোর্টনি কফি। আরও আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহিসহ অনেকে।

এই ঈদে শরীফুল রাজ অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'ওমর' সিনেমাটি আগামী ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। দেশটির প্রায় ২০টি অঙ্গরাজ্যের মাল্টিপ্লেক্স থিয়েটার সিনেমাটি দেখা যাবে। এরপর পর্যায়ক্রমে বাকি অঙ্গরাজ্যেও সিনেমাটি প্রদর্শিত হবে।

সংশ্লিষ্টরা জানান, আগামী ১২ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি চলবে। ২৮ এপ্রিল সুইডেনে মুক্তি পাবে 'ওমর'। এছাড়া ১০ মে থেকে কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, মন্ট্রিয়েল, ক্যালগারি, এডমন্টনসহ আরও বেশ কয়েকটি জায়গায় মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে সিনেমাটি। 'ওমর' সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস।

শরীফুল রাজ অভিনীত মিশুক মনি পরিচালিত ঈদুল ফিতরের আরেক সিনেমা 'দেয়ালের দেশ' আগামী ৩ মে অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে। সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্ম। এ সিনেমায় আরও অভিনয় করেছেন শবনম বুবলি, স্বাগতাসহ অনেকে।

স্টার সিনেপ্লেক্সে তাদের প্রথম সপ্তাহে ঈদের সেরা ৫ সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলা সিনেমার তালিকায় প্রথমে আছে 'রাজকুমার'। দ্বিতীয় অবস্থানে আছে 'দেয়ালের দেশ'।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

11m ago