দলবদল: ইন্টারের সঙ্গে নতুন চুক্তি করছেন লাউতারো

গ্রিনউডে আগ্রহী নাপোলি, ডেভিসে আস্থা হারিয়েছে রিয়াল

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম প্রায় শেষের পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।

শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

গ্রিনউডে আগ্রহী নাপোলি

ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্তের সংবাদ অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডে আগ্রহী নাপোলি। এরজন্য তাদের লড়াই করতে হবে স্বদেশী ক্লাব জুভেন্তাসের সঙ্গে। বর্তমানে ধারে স্প্যানিশ ক্লাব গেতাফেতে খেলছেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। বৃটিশ সংবাদমাধ্যম ডেইলিস্টারের মতে, আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদও চায় গ্রিনউডকে।

বায়ার্ন ছাড়ছেনই টুখেল

বায়ার্নে মিউনিখে আর থাকছেন না তা জানা গেছে কয়েক মাস আগেই। তবে প্রত্যাশা অনুযায়ী নতুন কোচ না পেয়ে টমাস টুখেলকেই রেখে দিতে চেয়েছিল ক্লাবটি। দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে না পারায় মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার কথা সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এই জার্মান কোচ। বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত।

লিভারপুল ছাড়ছেন থিয়াগো-মাতিপ

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন থিয়াগো আলকান্তারা ও জোয়েল মাতিপ। শুক্রবার এক বিবৃতি দিয়ে এ দুই ফুটবলারের বিদায়ের কথা নিশ্চিত করেছে ক্লাবটি। দুই জনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মৌসুম শেষে। ২০২০ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে লিভারপুলে যোগ দেন থিয়াগো। মাতিপ জার্মান ক্লাব শালকে থেকে লিভারপুলে যোগ দেন ২০১৬ সালে।

ইন্টারের সঙ্গে নতুন চুক্তি করছেন লাউতারো

স্কাইস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে, ইন্টার মিলানের সঙ্গে চুক্তি নবায়নের কথা জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। খুব শীগগিরই নতুন চুক্তি হবে বলে আশা করছেন তিনি। বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত নেরারুজ্জিদের হয়ে খেলবেন এই আর্জেন্টাইন তারকা।

ডেভিসে আস্থা হারিয়েছে রিয়াল

স্প্যানিশ সংবাদমাধ্যম কোপের সংবাদ অনুযায়ী, বায়ার্ন মিউনিখের লেফট-ব্যাক আলফোনসো ডেভিসের প্রতি আগ্রহ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তার পরিবর্তে জিরোনা তারকা মিগুয়েল গুতেরেজকে টার্গেট করছে দলটি। অনেক দিন থেকে ডেভিসের সঙ্গে যুক্ত থাকলেও তেমন কোনো অগ্রগতি না হওয়ায় আগ্রহ হারায় লস ব্লাঙ্কোসরা।

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

2h ago