ভেনিস বাংলা ফুটবল ক্লাবের উদ্বোধন

ভেনিসের সাবেক মেয়র উগো উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দেন। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একটি ফুটবল ক্লাব উদ্বোধন করা হয়েছে।

গত শনিবার বিকেলে মেসত্রেস্থ একটি রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে ক্লাবের উদ্বোধন করা হয়।

ভেনিস বাংলা কালচো নামের ফুটবল ক্লাবটির প্রেসিডেন্ট বাংলাদেশি বংশদ্ভূত মনোয়ার ক্লার্ক বলেন, ভেনিসের বাংলাদেশি কম্যুনিটি এখন অনেক বড়। প্রায় ৩০ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস এই কম্যুনিটিতে। এখানে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, লেখাপড়ায়, পেশাগত দক্ষতায় এগিয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের ছেলে মেয়েরা খেলাধুলায় মনোযোগী হোক। সুস্থ, সবল কম্যুনিটি গড়ে উঠুক।

তিনি বলেন, 'ইতালি হলো ফুটবলের রাজধানী। এখানে বড় হওয়া ছেলেমেয়েরা ফুটবলে দক্ষ হবে না তা হতে পারে না। এই ক্লাবের মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশি ছেলে মেয়েদের ফুটবলে দক্ষ করে তুলবো এবং ইতালির জাতীয় দলে খেলার মতো যোগ্য খেলোয়াড় তৈরি করবো।'

মনোয়ার ভেনিসের বাংলাদেশি কম্যুনিটির সহযোগীতা এবং ব্যবসায়ীদের স্পন্সর প্রত্যাশা করে বলেন, 'ভেনিস বাংলা কালচো আমাদের প্রতিষ্ঠান। এটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমারা সর্বোচ্চ চেষ্টা করবো অগামী বছরের ভেনিস প্রভিন্সিয়াল চ্যাম্পিয়নে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে।'

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিসের সাবেক মেয়র এবং সেনাতরে এডভোকেট উগো বেরগামো, ভেনিসে নিযুক্ত বাংলাদেশের কনসাল অ্যাডভোকেট ফাবরিচ্ছিয়ো ইপোলিতো দাভিনো ও স্থানীয় বাংলাদেশি কম্যুনিটির নেতারা।

অ্যাডভোকেট উগো বেরগামো বলেন, 'বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে ভূমিকা রাখছেন। আমরা চাই খেলাধুলায়ও ভূমিকা রাখুন। আপনাদের ভেতর থেকে মেধাবী খেলোয়াড় তৈরি হোক।'

তিনি বাংলাদেশি কম্যুনিটির উদ্দেশে বলেন, 'আপনারা নিজেদের কখনো বিদেশি ভাববেন না। হীনমন্যতায় ভুগবেন না। এ দেশের অর্থনীতিতে আপনাদের ভূমিকা আছে। এ দেশের আইনে আপনাদের মেধা বিকাশের এবং দক্ষতা তুলে ধরার সকল অধিকার আছে।'

'মনে রাখবেন, আপনার সন্তানের স্বাভাবিক বিকাশের পরিবেশ কোনো সুযোগ নয়, অধিকার,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

7h ago