আর্জেন্টিনা সবসময় ফেভারিট, এমনকি মেসি ছাড়াই: এন্দ্রিক

এন্দ্রিক ফেলিপি মোরেরা দে সসা। তবে শুধুমাত্র তার প্রথম নামেই বেশি পরিচিত এই ব্রাজিলিয়ান। বিশ্ব ফুটবলের নতুন রত্ন। আগামী মৌসুম থেকেই খেলবেন অন্যতম জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। তবে এর আগে কোপা আমেরিকার নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। আর এই আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন এই তরুণ।

বয়স মাত্র ১৭ হলেও এরমধ্যেই তারকার তকমা পেয়ে গেছেন এন্দ্রিক। ২০২২ সালে কাতারে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল সেই ডিসেম্বরেই আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন তিনি। পালমেইরাসের হয়ে যুব সকার কাপের সাত ম্যাচে করেন আট গোল। তার নৈপুণ্যেই আসরে চ্যাম্পিয়নও হয় দলটি।

সম্প্রতি দিয়ারিও ওলের সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন এন্দ্রিক। সেখানে আলবিসেলেস্তেদের প্রশংসা করতে দ্বিধা বোধ করেননি এই তরুণ, 'আর্জেন্টিনায় সবসময়ই বেশ কয়েকজন তারকা ছিল এবং তাদের কেউই নিজেরাই চ্যাম্পিয়ন হতে পারেনি। মেসি না থাকলেও যেকোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সবসময়ই ফেভারিটদের একটি দল। তাদের হারানো সবসময়ই কঠিন হবে।'

তবে নিজ দল ব্রাজিলের সম্ভাবনাও দারুণ দেখছেন এন্দ্রিক। যদিও অনেক দিন থেকেই সংগ্রাম করছিল তারা। ২০২৬ বিশকাপের বাছাই পর্বে ৬ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে জটিল পরিস্থিতিতে রয়েছে সেলেসাওরা। তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে দলটি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকায় পুনরুদ্ধারের সূচনা হওয়া উচিত বলে মনে করে এন্দ্রিক।

'এই মুহূর্তে দলটি এখন ট্রানসিশন পিরিয়ডে আছে যা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমাদের শেষ দুটি বিশ্ব শিরোপা, কোয়ালিফায়ারেও বিপত্তি এবং সন্দেহ ছিল, কিন্তু আমরা তা কাটিয়ে উঠেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ইতিমধ্যেই পুনরুদ্ধার করেছি, আমরা তা দেখিয়েছি ইউরোপের ফ্রেন্ডলি ম্যাচগুলোতে। আমি নিশ্চিত (কোপা আমেরিকায়) সেটাই হবে,' বলেন এই তরুণ।

এছাড়া আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলার ব্যাপারেও কথা বলেন এন্দ্রিক। স্বদেশী ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে যে সমর্থন পেয়ে ক্লাবটিতে খেলার স্বপ্নের কথা জানিয়ে বলেন, 'ভিনি আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। সে আমাকে শহর, ক্লাব এবং দল সম্পর্কে অনেক কিছু বলেছে... এবং আমি নিশ্চিত সে আমাকে আরও অনেক সাহায্য করবে, বিশেষ করে খেলার মাঠে।'

পালমেইরাসের হয়ে সিনিয়র দলে অভিষেকের পর থেকে ৮১টি ম্যাচে ২১টি গোল করেছেন এন্দ্রিক। এছাড়া রয়েছে ৪টি অ্যাসিস্ট। এরমধ্যেই দুটি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং একটি ব্রাজিলিয়ান সুপার কাপ জিতে নিয়েছেন তিনি। আর ব্রাজিলের হয়ে ৪ ম্যাচ খেলে করেছেন দুটি গোল।

Comments

The Daily Star  | English

Govt decides to ban AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

26m ago