ভারতের জন্য পূর্বনির্ধারিত ভেন্যু: ইংল্যান্ড কোচের কাছে সুবিধা, রোহিতের আপত্তি

যে দলের বিপক্ষেই সেমিফাইনালে খেলুক না কেন, ভারত খেলবে গায়ানায়। চলমান বিশ্বকাপের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল বিষয়টি। কিন্তু অন্য দলগুলো সেমিফাইনালের দুই ভেন্যুর কোনটিতে খেলবে, সেটি জানা গিয়েছে একেবারে শেষের দিকে। আগে থেকেই ভেন্যু সম্পর্কে অবগত হওয়ায় ভারত সুবিধা পাবে বলেই মনে করেন ইংল্যান্ডের কোচ ম্যাথিউ মট। তবে তেমন কিছু মনে করছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ভারত আগে থেকে জানলেও প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পরই নিজেদের ভেন্যু সম্পর্কে জানতে পেরেছে ইংল্যান্ড। এ প্রসঙ্গে দলটির সাদা বলের কোচ মট বলেছেন, 'আমরা এটা সম্পর্কে শুরু থেকে জানতাম। এবং এই সিদ্ধান্ত আমার উপরের পর্যায়ের। সত্যি বলতে, আমার মনে হয় এটি তাদের জন্য একটি সুবিধা হতে পারে।'

অন্যদিকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মটের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন রোহিত, 'আমি এটাকে কোনো সুবিধা হিসেবে দেখি না। আপনাকে একটি ম্যাচ জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে, এভাবেই আমি এটাকে দেখি।'

মূলত ম্যাচের সময়ের কারণে এমনটা হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালের সময় ঠিক করা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে দশটায়। ভারতের সময় অনুযায়ী যা রাত আটটা। ক্রিকেটের আয়ের অন্যতম উৎস হচ্ছে টিভি স্বত্ব। আর অধিকাংশ দর্শকের অবস্থান ভারতেই। টিভির দর্শকদের জন্য ভোরের বদলে সুবিধাজনক রাতের সময় রাখতে চেয়েছে আইসিসি। সেমিফাইনালের আসার আগ পর্যন্ত সব ম্যাচ তাই দিনের বেলা খেলেছে ভারত। সেমিফাইনালেও তারা স্থানীয় সময় অনুযায়ী সকালেই খেলবে। যাতে ভারতে খেলা দেখা যায় রাতে।

দ্বিতীয় সেমিফাইনালের ক্ষেত্রে আরেকটি নিয়ম ভিন্ন রয়েছে। প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে ছিল। কিন্তু দ্বিতীয় সেমির ক্ষেত্রে সেটি নেই। ভবিষ্যতে এসব ব্যাপারে খেয়াল রাখার আর্জি জানিয়ে  ইসপিএনক্রিকইনফোকে মট বলেছেন, 'এটা এমন কিছু যা নিয়ে আমরা টুর্নামেন্টের শুরু থেকে জানতাম। তো এখন এটা নিয়ে কান্নাকাটি করার সম্ভবত কোনো যৌক্তিকতা নেই। আমি মিথ্যা বলব না, রিজার্ভ ডে থাকলে দারুণ হতো। কারণ আবহাওয়া একেক দিনে একেকরকম হতে পারে। কিন্তু আমি মনে করি যথেষ্ট সময় হবে (ম্যাচের) জন্য…হয়তো এটা এমন কিছু যা আইসিসির দেখা দরকার, দীর্ঘমেয়াদে।'

দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে ব্যবধান একদিনের। তাই ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়নি। তবে খেলা মাঠে গড়ানোর জন্য সময় বর্ধিত করে দেওয়া হয়েছে। তবুও অন্তত ১০ ওভারের খেলা না হলে সুপার এইটের পয়েন্ট টেবিল নির্ধারণ করে দিবে কে যাবে ফাইনালে। সেক্ষেত্রে ভারত এগিয়ে। তিন ম্যাচের তিনটিতেই জয় তাদের। আর তিন ম্যাচে দুটি জয় পেয়েছে জস বাটলারের দল।

Comments

The Daily Star  | English
Rivers and people in Bangladesh

Of rivers and people

The present leadership must prioritise the development of these two assets of Bangladesh for a sustainable and prosperous future.

8h ago