ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিলেন মুশতাক, তবু চেষ্টা করবে বিসিবি

Mushtaq Ahmed

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ। তার কাজে খুশি হয়ে চুক্তি বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলো বিসিবি। তবে এই স্পিন কোচকে সম্প্রতি নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

চলতি মাসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সিরিজ দিয়ে ইংল্যান্ড যুবদলের হয়ে কাজ শুরু করবেন মুশতাক। তিনি এর আগে ইংল্যান্ড সিনিয়র দলেও কাজ করেছেন।

এদিকে মুশতাককে ধরে রাখতে চাওয়া বিসিবি এই ব্যাপারে বিস্তারিত জানে না। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি জানি না এটা (ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে) কতদিনের চুক্তি।'

তিনি জানান, মুশতাককে নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য চেয়েছেন তারা। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেও বাংলাদেশে কীভাবে কাজ করতে পারেন সেই আলোচনা চালাবে বিসিবি, 'এই আলোচনা এখনো চলছে। তিনি যদি আমাদের বলেন ডিসেম্বর পর্যন্ত কতদিন সময় দিতে পারবেন আমরা সেটা নিয়ে কাজ করব। ডিসেম্বরের পর তার সঙ্গে লম্বা চুক্তিতে যেতে পারি।'

পাকিস্তানের গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানায়, অন্য কোন ক্রিকেট বোর্ড থেকে ভবিষ্যৎ নিয়ে প্রস্তাব পাননি মুশতাক। তাই ইংল্যান্ড যুব দলের হয়েই কাজ করবেন।

Comments

The Daily Star  | English

Salehuddin urges all to work together to overcome challenges of economy

'We are in the midst of all sorts of challenges,' says the finance adviser

52m ago