মারা গেছেন বাংলাদেশের প্রথম সোনাজয়ী শুটার আতিকুর
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক বিজয়ী শুটার আতিকুর রহমান। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই ক্রীড়াবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ (বুধবার) সকাল ১০টার দিকে।
১৯৯০ কমনওয়েলথ গেমসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সোনা জিতেছিলেন আতিকুর। তার এই কীর্তি আব্দুস সাত্তারের সঙ্গে জুটি বেঁধে এসেছিল এয়ার পিস্তল ইভেন্টে। একই গেমসে এই জুটি ফ্রি পিস্তল ইভেন্টে অংশগ্রহণ করে ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়া সাফ গেমসে পাঁচটি স্বর্ণ পদক বাংলাদেশকে উপহার দিয়েছেন আতিকুর।
শুটিংয়ে প্রথম আন্তর্জাতিক পদক জেতা এই ক্রীড়াবিদ দীর্ঘ দিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। গত রাতে ঢাকায় আসার পর অসুস্থতা বোধ করেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তার মৃত্যুর খবর জানান। মৃত্যুকালে কীর্তিধন্য এই শুটারের বয়স ছিল ৫৯। এক স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে তিনি রেখে গিয়েছেন বহু শুভাকাঙ্ক্ষীদের।
আতিকুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন কমপ্লেক্সে। জানাজার সময় নির্ধারণ করা হয়েছে আজ বিকাল তিনটা। এরপর তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া যাবে চট্টগ্রামে।
Comments