‘গুম’ স্বজনদের খবর জানতে ভিড়, বুধবার সকালে জানাবে বলল ডিজিএফআই

'গুম' স্বজনদের খবর জানতে ডিজিএফআই সদর দপ্তরের সামনে জড়ো হন অনেকে। ছবি: জায়মা ইসলাম/ স্টার

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) 'আয়নাঘরের বন্দিদের' বিষয়ে আগামীকাল বুধবার সকালে পরিবারদেরকে জানানো হবে।

আজ মঙ্গলবার গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন 'মায়ের ডাক' ডিজিএফআই সদর দপ্তরে বন্দিদের মুক্তির বিষয়ে জানতে চাইলে ডিজিএফআইএর পরিচালক (অ্যাডমিন) আজমিন তামজিদ একথা জানান।

তিনি বলেন, এখানে কোনো বন্দি নেই। বন্দিদের বিষয়ে আগামীকাল সকালে আপডেট জানানো হবে।

ডিজিএফআই সদর দপ্তরে মায়ের ডাকের সহপ্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বিশিষ্ট ফটোসাংবাদিক শহিদুল আলম এবং নারী অধিকার নেত্রী শিরিন হকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এদিকে জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এবং জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমদ বিন কাসেমকে মুক্তি দেওয়া হয়েছে।

মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক এবং 'গুম' হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আযমী ও আরমানকে পাওয়া গেছে।

তিনি বলেন, এত বছর ধরে তাদের ক্যান্টনমেন্টের ভেতরে আটকে রাখা হয়েছিল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গোপনে কারাবন্দি রাজনৈতিক বন্দিদের খবরের জন্য তাদের পরিবার ডিজিএফআই সদর দপ্তরের সামনে জড়ো হন।

নিখোঁজদের কয়েকজনকে ছেড়ে দেওয়ায় স্বজনদের খবরের জন্য তারা আজ সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

28m ago