পাকিস্তানের যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

chandika hathurusingha
চণ্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

পাকিস্তানে কেমন উইকেটে পাচ্ছে বাংলাদেশ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। তবে সমর্থকরা এ নিয়ে নানা আলোচনায় ব্যস্ত থাকলেও কোনো দুশ্চিন্তা নেই টাইগার শিবিরে। অন্তত বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বললেন এমনটাই। পাকিস্তানের দেওয়া যে কোনো ধরণের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা।

টেস্ট ম্যাচের জন্য সাধারণত ব্যাটিং সহায়ক উইকেটই তৈরি করে থাকে পাকিস্তান। তবে পাকিস্তানের স্কোয়াডে পেসারদের আধিক্য থাকায় ভাবনা বদলেছে। উইকেট যে পেস সহায়ক হবে তা ধরে নিয়েছেন সবাই। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররাও দারুণ পারফরম্যান্স করছে। তাই আশাবাদী টাইগার কোচ।

এছাড়া বাংলাদেশ দলে রয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো মান সম্পন্ন স্পিনারও। যারা যে কোনো ধরণের উইকেটেই মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। তাই স্পিন সহায়ক উইকেটের চ্যালেঞ্জ নিতেও টাইগাররা প্রস্তুত বলে ইঙ্গিত দেন হাথুরুসিংহে।

উইকেট দেখে হাথুরুসিংহে বলেন, 'পিন্ডির উইকেট দেখে মনে হচ্ছে, তুলনামূলক পেস সহায়ক এবং ব্যাটিংয়ের জন্যও ভালো। তাদের স্কোয়াডেও দেখা যাচ্ছে, বেশি স্পিনার নেয়নি। বিষয়টা হলো, সম্প্রতি আমরাও ভালো ফাস্ট বোলার তৈরি করেছি। কন্ডিশন সাহায্য করলে আমাদের যথেষ্ট ভালো ফাস্ট বোলার আছে। যাই হোক, আমাদের দলে দুজন স্পিন অলরাউন্ডার আছে। তারা বিশ্বমানের। আমাদের প্রায় সব দিকই কভারড আছে এই মুহূর্তে।'

এছাড়া জাতীয় দল জাতীয় দল যাওয়ার আগে দেশটিতে সফর করছে বাংলাদেশ 'এ' দল। যেখানে বেশ কিছু জাতীয় দলের খেলোয়াড়ও রয়েছেন। তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ বলেন, 'আমরা স্পিন বিভাগে যাদের নিয়েছি, তারা নিজেদের প্রতিভা দিয়েই সুযোগ পেত। কন্ডিশন যাই হোক। আমাদের দলে খুব ভালো ফাস্ট বোলারও আছে। আমি পিসিবিকে ধন্যবাদ দিতে চাই যে, তারা আমাদের (জাতীয় দল) আগে 'এ' দলকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। তারা খুব কাছেই খেলছে। কয়েক জন ফাস্ট বোলার সেখানে চার দিনের ম্যাচ খেলছে। টেস্ট স্কোয়াডেও পাঁচ জন পেসার আছে। তো আমাদের সামনে যাই ছুড়ে দেওয়া হোক, সব দিক কভারড আছে আমাদের। আমরা প্রস্তুত আছি।'

'আমরা পিসিবির প্রতি কৃতজ্ঞ, লাহোরে আমাদের অনুশীলনের সুযোগ করে দেওয়ায়। লাহোরের সুবিধাদি দুর্দান্ত ছিল। তিন দিনের খুব ভালো অনুশীলন হয়েছে। আমাদের ৬ ক্রিকেটার 'এ' দলের হয়ে খেলতে আগেই পিন্ডিতে চলে এসেছিল। প্রস্তুতির দিক থেকে আমরা খুশি। দলের অবস্থা বলতে গেলে, আমরা সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উন্মুখ,' যোগ করেন  হাথুরুসিংহে।

Comments

The Daily Star  | English
International Crimes Tribunal 2 formed

Govt issues gazette notification allowing ICT to try political parties

The new provisions, published in the Bangladesh Gazette, introduce key definitions and enforcement measures that could reshape judicial proceedings under the tribunals

6h ago