বিপিএল

চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফ্রিদি

আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন 'বুমবুম' খ্যাত এই তারকা অলরাউন্ডার।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে চিটাগং কিংস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, 'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে "বুম বুম" শহীদ আফ্রিদি আমাদের "ব্র্যান্ড অ্যাম্বাসাডর" হিসেবে চিটাগং কিংসে যোগ দিচ্ছেন।'

২০২২ সালে পিএসএলে সবশেষ টি-টোয়েন্টি খেলা আফ্রিদি বিপিএলের শুরু থেকেই ছিলেন। ২০১২ সালে প্রথম আসরে খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। সব মিলিয়ে বিপিএলের ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংস খেলে ১৫০.৯৮ স্ট্রাইক রেটে রান করেছেন মোট ৫৩৯।

তবে বল হাতে ৪৫ ম্যাচের সবগুলোতেই বোলিং করে ৫৭টি উইকেট পেয়েছেন বিপিএলে। চার উইকেট পেয়েছেন তিনবার। সবমিলিয়ে ৩২৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৩৯৯ রানের পাশাপাশি ৩৪৭টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

1h ago