১০০ রানের লিডই 'যথেষ্ট' মনে করছে প্রোটিয়ারা

বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ১০৬ রানেই গুটিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই তারাও। ৩৪ লিড নিলেও হারিয়ে ফেলেছে ছয় উইকেট। যদিও হাতে আছে চার উইকেট। তবে সবমিলিয়ে ১০০ রানের লিড পেলেই দারুণ খুশি থাকবে দলটি!

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন প্রোটিয়াদের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাদা, 'আচ্ছা, আমরা যত রান করতে পারি, সত্যিই। এই মুহূর্তে, এটি (এখন পর্যন্ত লিড) ৩৫ বা ৩৪, আমার মনে হচ্ছে। আমরা যদি এটাকে একশতে ঠেলে নিতে পারি, সেটা চমৎকার হবে। আশা করি, আমরা সেখানে পৌঁছে যাব।'

রাবাদার অবশ্য এমনটা ভাবার যথেষ্ট কারণও রয়েছে। এদিন টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মাত্র ১০৬ রান তুলে শেষ হয় তাদের প্রথম ইনিংস। উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে যোগ দেন একের পর এক ব্যাটাররা।

তারউপর উইকেটও বেশ চমকে উপহার দিয়েছে রাবাদাকে, 'উইকেট যেভাবে খেলেছে তাতে আমরা সত্যিই অবাক হয়েছি। আমরা ভেবেছিলাম এটি টার্নিং হবে, তবে নতুন বলে কিছুটা মুভমেন্ট ছিল। খুব বেশি সুইং না হলেও উইকেটের বাইরে বেশ খানিকটা সীম মুভমেন্ট ছিল। সত্যি বলতে গেলে, নেটে এটি আসলে এভাবেই হয়েছিল।'

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে অধিনায়ক এইডেন মার্করামকে হারালেও ট্রিস্টান স্টাবসের সঙ্গে টনি ডি জর্জির জুটিতে এগিয়ে যাচ্ছিল দলটি। তবে তাইজুল ইসলাম আসার পরই অস্বস্তির শুরু তাদের।

তাইজুলের ঘূর্ণিতে ৫৮ রানের ব্যবধানে পাঁচটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাতে বেরিয়ে আসে প্রোটিয়াদের লেজ। কিন্তু এরপর উইয়ান মুল্ডারকে নিয়ে প্রতিরোধ গড়েছেন কাইল ভেরেইনে। ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন এ দুই ব্যাটার। লিড বাড়াতে আগামীকাল তাদের দিকেই তাকিয়ে থাকবে প্রোটিয়ারা।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

1h ago