প্রধান বিচারপতির সঙ্গে ২ উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক

আসিফ নজরুল ও তথ্য নাহিদ ইসলাম (বাম থেকে) | ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রধান বিচারপতির দপ্তরে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে রেফাত আহমেদের আধা ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে।

এই ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া বৈঠকের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা তিনি জানেন না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্য ঘিরে যখন বিতর্ক চলছে, সেই সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো।

শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়া নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বলে গতকাল মন্তব্য করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, রাষ্ট্রপতির এই বক্তব্য শপথ ভঙ্গ করার শামিল।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

8m ago