চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে নেই তাসকিন
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে স্পিন নির্ভর দলই গড়েছিল বাংলাদেশ। পেসার হিসেবে খেলেছিলেন কেবল হাসান মাহমুদ। স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টে তো স্কোয়াডেই নেই এই পেসার। তাকে বাদ দিয়ে চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। স্কোয়াডে তাসকিনের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদকে। জানা গেছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিনকে। আগামী মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত হবে সিরিজটি।
এদিকে মিরপুরে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ খোয়াতে হবে তাদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
চট্টগ্রাম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।
Comments