'আমি ভেবেছিলাম আমাদের বাম উইংয়ে নেইমার আছে'

৪৮তম মিনিটে হাওয়ায় ভাসিয়ে যে ক্রসটা দিলেন মিকি মুর, সেখানে কেবল মাথা ছোঁয়াতে পারলেই গোল পেতে পাতেন রিচার্লিসন। কিন্তু এই ব্রাজিলিয়ানের ব্যর্থতায় গোল মিলেনি। পুরো ম্যাচ জুড়েই এমন সব কারিকুরি দেখিয়েছেন ১৭ বছর বয়সী মুর। যাকে দেখে ক্ষণিকের জন্য সাবেক বার্সেলোনা তারকা নেইমারকে দেখছেন বলে মনে হয়েছে ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসনের।

টটেনহ্যাম হটস্পার্সের একাডেমী থেকে উঠে আসা মুরের। তবে অবশেষে সিনিয়র দলে অভিষেক হলো তার। এজি আলকমারের বিপক্ষে আগের দিন শুরু থেকেই খেলেছেন এই তরুণ। আর শুরুতেই নজর কেড়েছেন। তার ড্রিবলিং দেখে এই তরুণের মাঝে নেইমারের ছায়া দেখছেন ম্যাডিসন।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপকালে ম্যাডিসন বলেন, '৪৫ থেকে ৬৫ মিনিটের মধ্যে আমি ভেবেছিলাম আমাদের বাম উইংয়ে নেইমার আছে! সে দুর্দান্ত ছিল। সে শুধু বল চায়, নির্ভীক। সেই তরুণ নির্ভীক মানসিকতা এবং আপনি কখনোই তার কাছ থেকে এটা কেড়ে নিতে চাইবেন না।'

'সে একজন ছোট বাচ্চা, তবে একজন মেধাবী ছেলে। সে একটি দারুণ ছেলে, সে তথ্য নেয় এবং তার অনেক ক্ষমতা আছে। তাই আমি একজন বয়স্ক খেলোয়াড় হিসেবে সেখানে থাকব, আশা করি, কিছু বুদ্ধিমান কথা দিয়ে তাকে পথ চলতে সাহায্য করব। তার সব সামর্থ্যই রয়েছে, এটি কেবল নতজানু হওয়া এবং কঠোর পরিশ্রম করা, যা সে তার প্রতি ন্যায্য হতে পারে,' যোগ করেন ম্যাডিসন।

আলকমারের বিপক্ষে স্পার্সের হয়ে শুরু থেকেই মুগ্ধ করেন মুর। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে বিশেষভাবে নজর কেড়েছেন এই তরুণ। শুরুতে ডান দিকে খেললেও এই সময়ে বাম দিকে খেলেন। অভিজাত স্তরের খেলোয়াড়দের জন্য মতো নির্ভীক সব ড্রিবলিংয়ের ক্ষমতা দেখিয়েছিলেন। তাতেই মজেছেন ম্যাডিসন।

১৭ বছর বয়সী মুর ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের নিয়মিত খেলোয়াড়। অনূর্ধ্ব-১৫ পর্যায় থেকেই নজর কেড়েছেন। এরপর অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ হয়ে বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন তিনি। জুনিয়র লেভেলে ৩৪ ম্যাচে এরমধ্যেই করেছেন ১৯ গোল।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Chief Adviser Prof Muhammad Yunus today approved the draft of the Anti-Terrorism (Amendments) Ordinance 2025 in a special meeting of the advisory council at the state guest house Jamuna..The advisory council gave both policy and final approval to the ordinance, which includes provisions to

Now