চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন জাকের, বদলি মাহিদুল

Jaker Ali Anik
স্টাম্পিং হয়ে ফিরছেন অভিষিক্ত জাকের আলি অনিক। ছবি: ফিরোজ আহমেদ

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে চট্টগ্রাম টেস্টে তাই ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের। এরমধ্যেই ধাক্কা খেয়েছে দলটি। অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মিরপুর টেস্টেই অভিষেক হওয়া জাকের আলী অনিক।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে উইকেটরক্ষক-ব্যাটার জাকেরের ছিটকে যাওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে তার পরিবর্তে নেওয়া হয়েছে আনক্যাপড মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কনকে।

জাক্রের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, 'গতকাল (রোববার) অনুশীলনে ব্যাট করতে গিয়ে জাকের আলীর চোট লেগেছিল। তার এই আঘাত আগেও ছিল এবং এখনও উপসর্গ দেখাচ্ছে। তার পূর্ববর্তী আঘাতের রেকর্ডের পরিপ্রেক্ষিতে, পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। ক্লিনিকাল ফলাফলের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।'

এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১৯৩৪ রান করেছেন ঢাকা বিভাগের খেলোয়াড় মাহিদুল। চলমান জাতীয় ক্রিকেট লিগে একমাত্র ইনিংসে শতরান করেছেন তিনি। সিলেট বিভাগের বিপক্ষে খেলেন ১১৮ রানের ইনিংস।

Comments