নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার সান্ত্বনার জয়

Asitha Fernando

প্রথম দুই ম্যাচেই সিরিজ নিজেদের করে নিয়েছিলো নিউজিল্যান্ড, শেষ ম্যাচটা তাই ছিলো নিয়মরক্ষার। সেখানে ব্যাটিংয়ে ঝলক দেখালেন পাথুম নিশানকা, কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগেরা। পরে বল হাতে জ্বলে উঠলেন আসিতা ফার্নেন্দো, মাহেশ থিকসানারা। বড় জয়ে সিরিজ শেষ করল শ্রীলঙ্কা।

অকল্যান্ডে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে তিন ফিফটিতে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ২৯০ রান। দারুণ বোলিংয়ে পরে কিউইদের ১৫০ রানে থামিয়ে দেয় সফরকারী। এই ম্যাচ জিতলেও তিন ম্যাচের সিরিজ ১-২ ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা।

২৯১ রান তাড়ায় এদিন মার্ক চাপম্যান ছাড়া নিউজিল্যান্ডের আর কেউই দাঁড়াতে পারেননি। প্রথম ছয় ব্যাটারের বাকি সবাই ফেরেন এক অঙ্কের ঘরে। এক পর্যায়ে ২১ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৭৭ রানে পড়ে তাদের ৭ উইকেট। একা দলকে টেনে দেড়শো পর্যন্ত নিয়ে যান চাপম্যান।

আসিতা ২৬ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। ৩৫ রানে ৩ উইকেট পান অফ স্পিনার থিকসেনা। ইশান মালিঙ্গাও পান ৩৫ রানে ৩ উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা পায় দারুণ শুরু। উদ্বোধনী জুটিতে ৬৬ আসার পর চোটে মাঠ ছাড়েন নিশানকা। পরে আউট হয়ে যান আবিস্কা ফার্নেন্দো। তৃতীয় উইকেটে আরেকটি বড় জুটি পান কুশল মেন্ডিস-কামিন্দু মেন্ডিস। কুশল ৪৬ করে ফিরলেও কামিন্দু ফিফটির পর আউট হন। নিশানকা ফিরে পরে থামেন ৬৬ রানে। শেষ দিকে লিয়ানাগে নেমেও ৫২ বলে করেন ৫৩। স্লগ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ভূমিকা রাখলে তিনশোর কাছাকাছি চলে যায় শ্রীলঙ্কা। বড় পুঁজি নিয়ে পরে তারা পায় বড় জয়।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago