আরাহোর ইনজুরি, স্বস্তির জয়েও বার্সার অস্বস্তি

সেভিয়াকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের দুইয়ে নামিয়ে এনেছে বার্সেলোনা। তাতে শিরোপা লড়াইয়ে ফিরেছে দলটি। একই সঙ্গে ভাগ্যটাও অনেকটাই এখন নিজেদের হাতে। কিন্তু এমন দিনেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কাতালানদের কপালে। কারণ কিছুদিন আগেই ইনজুরি থেকে ফেরা রোনালদ আরাহো ফের ইনজুরিতে পড়েছেন।

ধারণা করা হচ্ছে ডান পায়ের গোড়ালির মচকানো চোট হতে পারে আরাহোর। সোমবার সিউতাত এসপোর্তিভায় পরীক্ষার জন্য যাবেন আরাহো, যেখানে চোটের মাত্রা নির্ধারণ করা হবে। যদি পূর্বাভাস সত্য হয়, তবে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ম্যাচের ১৬তম মিনিটে সাউল নিগেজের সঙ্গে ট্যাকলের পর চোট পান উরুগুইয়ান এই সেন্টার-ব্যাক। প্রাথমিক চিকিৎসার পরও পুরোপুরি সেরে উঠতে ব্যর্থ হন এবং ২২তম মিনিটে বদলির অনুরোধ জানান। ফলে পাও কুবার্সিকে মাঠে নামাতে বাধ্য হন কোচ হ্যান্সি ফ্লিক।

এদিকে, বার্সার ইনজুরি তালিকায় ইতোমধ্যেই আরও একজন সেন্টার-ব্যাক আছেন—আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন। তাই আরাহোর অনুপস্থিতির সময়সীমা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দলটির জন্য। কারণ কুবার্সি ও ইনিয়িগো মার্তিনেজ ছাড়া কেবল এরিক গার্সিয়াকেই বিকল্প হিসেবে পাবেন ফ্লিক।

আরাহোর দুর্ভাগ্য অবশ্য এখানেই শেষ হয়নি। ম্যাচের অষ্টম মিনিটে সেভিয়ার সমতাসূচক গোলে তার ভুল ছিল। অফসাইডের ফাঁদ ভাঙতে এক মুহূর্ত দেরি করেন, ফলে সাউল বল পেয়ে একক প্রচেষ্টায় ভারগাসকে গোল করানোর সুযোগ তৈরি করে দেন।

তবে সবমিলিয়ে স্বাভাবিকভাবেই বার্সেলোনার জন্য বড় ধাক্কা। প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকার পর গত ডিসেম্বরেই ফিরে আসেন আরাহো। এরপর গত মাসে চোটে পড়েন আরও এক দফা। ফিরে এসেও স্বস্তি নেই। পরলেন নতুন চোটে।

Comments

The Daily Star  | English

Violations reported after India, Pakistan agree to ceasefire

Blasts were heard in Srinagar and Jammu and projectiles and flashes were seen in the night sky over Jammu, similar to the events of the previous evening

52m ago