ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যবহৃত হবে আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি

আগামী ১২ এপ্রিল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে।

মার্চ মাসে এফএ কাপের পঞ্চম রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে সাতটিতে এই সিস্টেমটি ইংলিশ ফুটবলে আত্মপ্রকাশ করে। সফল পরীক্ষার পর, প্রযুক্তিটি এখন শীর্ষ-স্তরে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে।

আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি কঠিন অফসাইড কলের নির্ভুলতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে।

ভার্চুয়াল অফসাইড লাইন এবং গ্রাফিক্স ব্যবহার করা হবে, সেইসঙ্গে যারা বাড়িতে বা স্টেডিয়ামে দেখছেন তাদের জন্য অপটিক্যাল প্লেয়ার ট্র্যাকিং ব্যবহার করা হবে।

ভিএআর কর্মকর্তারা প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করেছে কিনা তা পরীক্ষা করে রেফারিকে সিদ্ধান্ত জানানোর আগে নিশ্চিত করেন, এরপর রেফারি খেলোয়াড়দের জানান।

এই প্রযুক্তিটি প্রথম ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যবহৃত হয়েছিল। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ, সেরি এ এবং লা লিগাতেও ব্যবহৃত হয়েছে।

প্রিমিয়ার লিগের এক বিবৃতিতে বলা হয়েছে, 'আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) কে সমর্থন করার জন্য অফসাইড সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মূল উপাদানগুলিকে স্বয়ংক্রিয় করে তোলে।'

'এটি অপটিক্যাল প্লেয়ার ট্র্যাকিং ব্যবহার করে ভার্চুয়াল অফসাইড লাইনের আরও নিখুঁত তথ্য প্রদান করে এবং ভক্তদের জন্য স্টেডিয়ামে এবং সম্প্রচারিত অভিজ্ঞতা বাড়ানোর জন্য ভার্চুয়াল গ্রাফিক্স তৈরি করে।'

'প্রযুক্তিটি অফসাইড সিদ্ধান্ত গ্রহণের গতি, দক্ষতা এবং ধারাবাহিকতা বাড়ায়।'

১২ এপ্রিল ম্যানচেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচে প্রথমবার দেখা যাবে এই প্রযুক্তি।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago