আরব আমিরাত সিরিজের জন্য রওনা দিয়েছেন টাইগারদের প্রথম দল

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিছু খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্য। দুই ভাগে দেশ ছাড়ছে দলটি।

সকাল ১০টায় প্রথম ফ্লাইটে দেশ ছেড়েছেন ১০ জন খেলোয়াড় ও কয়েকজন কোচিং স্টাফ, যার মধ্যে রয়েছেন প্রধান কোচও। দ্বিতীয় দফার সদস্যরা আজ সন্ধ্যা ৭টায় রওনা দেবেন— যেখানে অধিনায়ক লিটন দাস, সিনিয়র খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান এবং সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সহ থাকবেন ৭ জন।

সূচি অনুযায়ী, আগামী ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ ১৯ মে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। উভয় ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

মূলত পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সেই সিরিজের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে—পরিবর্তিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরের বিষয়ে।

এদিকে সংক্ষিপ্ত এই আরব আমিরাত সিরিজটি ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শুরু হিসেবে বিবেচিত হচ্ছে। এটাই লিটন দাসের অধিনায়ক হিসেবে পূর্ণকালীন দায়িত্বে প্রথম সিরিজ, যেখানে সহ-অধিনায়কের ভূমিকায় আছেন শেখ মেহেদী হাসান।

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

1h ago