লাহোরকে পিএসএলের ফাইনালে তুললেন রিশাদ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের হয়ে হতাশ করলেও পিএসএলে আলো ছড়ালেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের দারুণ এক স্পেলে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠে গেছে লাহোর কালান্দার্স। বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান উইকেট না পেলেও জুতসই বল করেছেন।

শুক্রবার লাহোরের দেওয়া ২০২ রান টপকাতে গিয়ে ১০৭ রানে গুটিয়ে ৯৫ রানে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হেরেছে ইসলামাবাদ। তাদের অল্প রানে আটকে দিতে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। ২৭ রানে ২ উইকেট পান লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। সাকিব ৩ ওভার বল করে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সাকিব-রিশাদের কেউই অবশ্য ব্যাটয় করার সুযোগ পাননি। মোহাম্মদ নাঈম ও কুশাল পেরেরার দুই ফিফটিতে দুইশো ছাড়ানো পুঁজি নিয়ে ফাইনালে যাওয়ার ভিত তৈরি করে লাহোর।

এবার লাহোরের স্কোয়াডে আছেন তিন বাংলাদেশি। সাকিব, রিশাদ ম্যাচ পেলেও বাইরে আছেন মেহেদী হাসান মিরাজ।

Comments