জিয়া পরিবার নিয়ে কটূক্তি: সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে সমন

মুরাদ হাসান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও তার নাতনি জায়মা রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে দায়ের মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি করেছেন জামালপুরের একটি আদালত।

আজ শনিবার সরিষাবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুকসানা পারভীন মামলাটি আমলে নিয়ে ডা. মুরাদসহ দুইজনকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী থাকাকালে ২০২১ সালে 'পানসিয়ানা' নামে একটি ইউটিউব ও ফেসবুক টক শোতে ডা. মুরাদ খালেদা জিয়া, তারেক রহমান ও জায়মাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং প্রায় ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ তুলেছেন মামলার বাদী।

গত বছরের ১০ সেপ্টেম্বর সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকার বাসিন্দা এবং ছাত্রদলের সাবেক নেতা রুমেল সরকার মামলাটি করেছিলেন।

মামলার অন্য আসামি হলেন—টক শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার মহি উদ্দিন হেলাল নাহিদ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।

Comments