চিকিৎসকদের পরিষ্কার অক্ষরে ব্যবস্থাপত্র লিখতে হবে: হাইকোর্ট

হাই কোর্ট, স্টার ফাইল ফটো

চিকিৎসকদের পরিষ্কার অক্ষরে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্যবস্থাপত্রে ডাক্তারদের হাতের লেখা বুঝতে সমস্যা হয়, এমন অভিযোগের মধ্যে এই নির্দেশ দিলো আদালত।

উচ্চ আদালত সরকারকে ৩০ দিনের মধ্যে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করারও নির্দেশ দিয়েছেন।

নির্দেশনা মতে, চিকিৎসকরা তাঁদের ব্যবস্থাপত্র ব্লক লেটারে বা প্রিন্ট করে দিতে পারবেন যাতে সেখানে লেখা তথ্যগুলো বুঝতে কারও সমস্যা না হয়।

এছাড়াও, স্বাস্থ্য সচিব এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-এর রেজিট্রারকে ছয় সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন উচ্চ আদালতে জমা দিতে বলা হয়েছে।

চিকিৎসকদের ব্যবস্থাপত্র ব্লক লেটারে বা প্রিন্ট করে দেওয়ার কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফোর বাংলাদেশ-এর একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার এবং আবু তাহের মো. সাইফুর রহমান সোমবার এই আদেশ দেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Chief adviser holds high-level meeting to review law and order

The chiefs of three services and several advisers were in attendance, among others

1h ago