উত্তরায় আদনান হত্যায় ৮ ‘গ্যাং সদস্য’ গ্রেফতার
উত্তরার নবম শ্রেণির ছাত্র আদনান হত্যার ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দেশে পাঠানো মোবাইল ফোন ক্ষুদে বার্তায় জানানো হয়, গ্রেফতারকৃতরা ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগ বস’ গ্যাংয়ের সদস্য। উত্তরার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব।
গত ৬ জানুয়ারি ‘নাইন বয়েজ’ গ্যাংয়ের সদস্য ১৫ বছর বয়সী আদনানকে উত্তরায় পিটিয়ে হত্যা করা হয়। প্রতিদ্বন্দ্বী ‘ডিসকো বয়েজ’ গ্যাংয়ের সঙ্গে আদনানদের শত্রুতা ছিলো। পুলিশের ধারণা, দুই গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে আদনানকে হত্যা করা হয়।
Comments