শীর্ষ খবর

মার্চে কক্ষপথে যাবে দেশের প্রথম ন্যানো-স্যাটেলাইট ‘অন্বেষা’

বেসরকারী বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি আজ বুধবার হাতে পেল দেশের প্রথম ন্যানো-স্যাটেলাইট ‘অন্বেষা’। এই স্যাটেলাইটটি আগামী মার্চে পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে।

বেসরকারী বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি আজ বুধবার হাতে পেল দেশের প্রথম ন্যানো-স্যাটেলাইট ‘অন্বেষা’। এই স্যাটেলাইটটি আগামী মার্চে পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ সা’দ আন্দালিব জাপানের কিতাক্যউশুতে অবস্থিত ক্যউশু ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে স্যাটেলাইটটি গ্রহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অন্বেষা’ হলো ১০ সেন্টিমিটার ব্যসার্ধের চৌকোণা একটি স্যাটেলাইট যা ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাপানের ইন্সটিটিউটটিতে তৈরি করেছেন।

বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়, ভূ-পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উঁচুতে পৃথিবীর চারপাশ ঘুরে আসতে স্যাটেলাইটটির সময় লাগবে ৯০ মিনিট। বাংলাদেশের ওপর দিয়ে এটি প্রতিদিন চার থেকে ছয়বার ঘুরবে।

স্যাটেলাইটটি ওপর থেকে বন, নগরায়ণ, বন্যা, পানিসম্পদ এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদের অবস্থা ও অবস্থান জানিয়ে উচ্চ মানসম্পন্ন ছবি তুলতে সক্ষম হবে।

স্যাটেলাইট হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং জাপান দূতাবাসের ফাস্ট সেক্রেটারি তোশিউকি নোগুচি।



Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bangladesh’s ever-neglected working class

Even after half a century of independence, most of the working people in Bangladesh are far from enjoying fundamental workers' rights.

7h ago