ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী প্রচারণা শুরু কাল!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এসেছেন এখনো ৩০ দিন পূর্ণ হয়নি। দেশটিতে পরবর্তী নির্বাচনের এখনো ১,৩৫৪ দিন বাকি। তবুও পরবর্তী নির্বাচনী প্রচারণার জন্য মাঠে নামছেন তিনি।
আগামী শনিবার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফ্লোরিডা দিয়ে শুরু হবে নবনির্বাচিত প্রেসিডেন্টের পরবর্তী নির্বাচনী প্রচারণা।
গত ২০ জানুয়ারি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিনটিতেই ডোনাল্ড ট্রাম্প পরবর্তী নির্বাচনের পরিকল্পনা কাগজে কলমে সেরে নিয়েছেন।
আগামীকালের জনসভায় যোগ দিতে আগ্রহীদের অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। ইমেইলসহ কিছু ব্যক্তিগত তথ্যও চাওয়া হবে আগ্রহীদের কাছ থেকে যাতে পরে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা যায়।
ফ্লোরিডার মেলবোর্নের একটি এয়ারপোর্ট হ্যাঙ্গারে এই জনসভার আয়োজন করা হবে। আর ট্রাম্প এসে উঠবেন ‘উইন্টার হোয়াইট হাউস’ নামে খ্যাত পাম বিচের মার-অ্যা-ল্যাগো রিসোর্টে।
ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি ফ্লোরিডায় এসে গলফ খেলবেন দক্ষিণ আফ্রিকার পেশাদার গলফার এরনি এলস-এর সঙ্গে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র সিন স্পাইসার বলেন, “নির্বাচনী প্রচারণা হিসেবে জনসভাটি অনুষ্ঠিত হবে।” তবে তিনি আর কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।
ট্রাম্পের এই জনসভা তাঁর নির্বাচনী প্রচারণা কমিটি আয়োজন করবে। কেননা, তিনি চান না নাগরিকদের করের টাকায় এমন জনসভার আয়োজন করা হোক।
Click here to read the English version of this news
Comments