আইপিএলে এখনো ডাক নেই টাইগারদের

tigers-huddle
খেলার শুরুতে বাংলাদেশি ক্রিকেটাররা; ছবি: ফিরোজ আহমেদ

ভারতের বেঙ্গালুরু শহরে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এরনিলামে আজকে পর্যন্ত ডাক পড়েনি কোন বাংলাদেশি খেলোয়াড়ের।

আগামী ৪ এপ্রিল শুরু হতে যাওয়া ২০১৭ সালের আইপিএল থেকে বাদ পড়ে গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার মেহদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক ও সাব্বির রহমান।

নিলাম চলাকালে তাঁদের নাম প্রস্তাব করা হলেও কোন ক্রেতা মিলেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের নাম ডাকা হয়নি।

প্রত্যেক বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

এদিকে, অল রাউন্ডার সাকিব আল হাসান এবং বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানকে তাঁদের আগের দল যথাক্রমে কলকাতা নাইট রাইডারস এবং গতবারের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদেই রয়ে গেছেন।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ভারতীয় ক্রিকেট লিগ চলবে ২১ মে পর্যন্ত।




Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago