বংশালে সড়ক দুর্ঘটনায় মেডিকেল ছাত্রীর মৃত্যু

ঢাকার বংশালের নয়াবাজার এলাকায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় এক মেডিকেল শিক্ষার্থী নিহত ও তার মা আহত হয়েছেন। নিহত সাদিয়া হাসান খান (২৩) ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের এক আত্মীয় আতোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ৭টার দিকে সাদিয়া ও তার মা একটি সিএনজি অটোরিকশায় কলেজে যাচ্ছিল। অটোরিকশাটিকে একটি বাস ধাক্কা দিলে সাদিয়া মারাত্মকভাবে আহত হয়।

সাড়ে ৭টার দিকে সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আতোয়ার।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সাদিয়ার মা শাহিন সুলতানার আঘাত গুরুতর নয়। দুর্ঘটনায় অটোরিকশাটি উল্টে গিয়েছিল।

নিহতের আত্মীয় জানান, সাদিয়াদের বাড়ি রাজশাহী। তার বাবা পুবালি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন। রাজশাহী থেকে ট্রেনে করে আজ সকালে ঢাকা পৌঁছায় সে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। আইন প্রয়োগকারীরা বিষয়টি তদন্ত করছেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago