মানুষের ভালোবাসায় ফিরে এলো নকিয়া ৩৩১০
মানুষের ভালোবাসায় সিক্ত নকিয়া আবারও বাজারে নিয়ে এলো এর পুরোনো ৩৩১০ মডেলের হ্যান্ডসেটটি। এক সময়ের বাজার মাতানো এই মডেলটি নতুন রূপে বাজারে এলো প্রায় ১৭ বছর পর।
সারা বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীদের ‘ব্যাকআপ’ হ্যান্ডসেট হিসেবে এই নতুন মডেলের ফোনটিতে থাকছে তুলনামূলকভাবে বড় স্ক্রিন। এর দাম ধরা হয়েছে ৫৫ ডলার।
বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এসে রবিবার এক সংবাদ সম্মেলনে নকিয়ার প্রধান নির্বাহী রাজীব সুরি বলেন, “এই মডেলটির প্রতি ফোন ব্যবহারকারীদের ভালোবাসা সীমাহীন।”
পুরোনো ৩৩১০ মডেলের ফোনসেটটি বিক্রি হয়েছিল ১২৬ মিলিয়ন। ফোন মডেলের ইতিহাসে ১২তম বেস্ট সেলিংয়ের রেকর্ড নকিয়ার হাতে। শুধু তাই নয়, বহুল ব্যবহৃত ১২টি হেন্ডসেট মডেলের নয়টিই তৈরি করেছিল নকিয়া।
২০১৪ সালে ৭ বিলিয়ন ডলারে মাইক্রোসফটের কাছে বিক্রি করা হয় এক সময়ের সেরা মোবাইল ফোন নির্মাণকারী প্রতিষ্ঠান নকিয়া। কিন্তু নকিয়ার পুরোনো কর্মী ও চীনা ইলেক্ট্রোনিকস-মোঘল ফক্সকনের সহযোগিতায় গত বছর নতুন করে ফের বাজারে ফিরে আসার ঘোষণা দেয় নকিয়া।
Comments