কলকাতায় ক্রিকেট স্কুল গড়ছেন মহেন্দ্র সিং ধোনি

কলকাতার উপকণ্ঠ বারাসতে ভবিষ্যত ক্রিকেটার তৈরির পাঠশালা খুলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
Dhoni-met-old-friends
কলকাতায় পুরোনো বন্ধুদের সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ছবি: দ্য ডেইলি স্টার

কলকাতার উপকণ্ঠ বারাসতে ভবিষ্যত ক্রিকেটার তৈরির পাঠশালা খুলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

গতকাল মঙ্গলবার কলকাতার ক্রিকেটার বন্ধু শুভময় দাসের সঙ্গে বারাসতের প্রস্তাবিত ক্রিকেট স্কুল তৈরির সম্ভাব্য জায়গাও ঘুরে দেখেন ধোনি।

দু’শো একরের বেশি জায়গা জুড়ে নির্মিত প্রস্তাবিত ক্রিকেট স্কুলে প্রায় শতাধিক ছেলে-মেয়ের ক্রিকেট শেখার সুযোগ পাবে। এমনকি, স্কুলের জন্য বাছাই হওয়া ছাত্রছাত্রীদের থাকা-খাওয়ার খরচও দেওয়া হবে।

বিজয় হাজারে ট্রফি খেলতে এই মুহুর্তে কলকাতায় রয়েছেন প্রাক্তন অধিনায়ক। ছোটবেলার বন্ধু মিহির দিবাকর এবং ক্রিকেটার বন্ধু শভময় দাসকে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিকালেই ধোনি স্কুলের জায়গাটিও চূড়ান্ত করেছেন বলে জানান ক্রিকেটার শুভময় দাস। তিনি আরও জানান, ক্রিকেট স্কুলে মাস্টার মশাইয়ের ভূমিকাতেও পাওয়া যাবে মহেন্দ্র সিং ধোনিকে।

শুভময় দাস কলকাতায় সাংবাদিকদের বলেন, ইতোমধ্যেই একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছেন ধোনি। এটা তাঁর স্বপ্নের একটি প্রকল্প। এটাকে বাস্তবয়নে সব ধরণের প্রচেষ্টা করা হবে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago