আসছে ইউটিউব টিভি
ভিডিও ওয়েবসাইট হিসেবে অপ্রতিদ্বন্দ্বী ইউটিউব এখন সারা বিশ্বের প্রযুক্তি-প্রেমী নতুন প্রজন্মের টেলিভিশন দর্শকদের কথা মনে রেখে শুরু করতে যাচ্ছে ‘ইউটিউব টিভি’।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই টেলিভিশনটির যাত্রা শুরু হবে। এর মাধ্যমে এবিসি, সিবিসি, ফক্স, এনবিসি, ইএসপিএনসহ আরও কয়েকটি চ্যানেল দেখা যাবে।
ইউটিউব প্রধান নির্বাহী সুসান ওজসিকি মঙ্গলবার লস অ্যাঞ্জলেসে সাংবাদিকদের বলেন, “আগামী কয়েক মাসের মধ্যেই ইউটিউব টিভি চ্যানেলটি চালু হবে। টেলিভিশনের অনুষ্ঠানগুলো ইন্টারনেটের মাধ্যমে দেখানো হবে।”
তিনি আরও জানান, একসঙ্গে ছয়টি অ্যাকাউন্ট থেকে ইউটিউব টিভি দেখলে প্রতি মাসে খরচ পড়বে ৩৫ ডলার।
প্রতিষ্ঠানটির প্রধান প্রোডাক্ট অফিসার নীলমোহনের মতে, প্রচলিত টেলিভিশন চ্যানেলগুলো দর্শকদের প্রতি সুবিচার করছে না বলেই ইউটিউব টিভির আগমন হতে যাচ্ছে।
“আশা করি, আমরা টেলিভিশনের প্রকৃত দায়িত্ব নতুন করে উপস্থাপন করতে পারবো।”
Comments