নিজের সংগীতজীবন নিয়ে ন্যানসির কথা
‘বাহির বলে দূরে থাকুক’ গানটির কথা কি মনে পড়ে? ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রের এই জনপ্রিয় গানটি ন্যানসি গেয়েছিলেন। হাবিব ওয়াহিদের সুরে কণ্ঠ মিলিয়ে তিনি বিমোহিত করেছিলেন শ্রোতাদের।
তাঁর অন্য শ্রোতাপ্রিয় গানগুলো হলো ‘আমি তোমার মনের ভেতর’, ‘দুই দিকে বসবাস’, ‘তোমায় আমি জ্যোৎস্না দিব’, ‘তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি’ ইত্যাদি। তিনি ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ‘প্রজাপতি’ ছবির ‘দুই দিকে বসবাস’ গানটির জন্য। এছাড়াও, ন্যানসি সেরা সংগীতশিল্পী হিসেবে পরপর সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
তাঁর নিজের গায়কী দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মন জয় করেন ন্যানসি।
কিভাবে শুরু হয়েছিল ন্যানসির সংগীতজীবন?
স্টার লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যানসি তুলে ধরেন তাঁর সংগীতজীবনের নানান কথা…
Comments