১১-তে সালমা
সালমার ১১ নম্বর একক অ্যালবাম ‘মনমাঝি’ প্রকাশিত হয়েছে। মোট ৩টি গান রয়েছে অ্যালবামটিতে।
‘দরদ’, ‘মনমাঝি’ ও ‘কে যে কখন’ শিরোনামের গানগুলো প্রকাশ করেছে জিশান মাল্টিমিডিয়া। এরমধ্যে, ‘মনমাঝি’ গানটি জিপি মিউজিকে শোনা যাচ্ছে। বাকি গানগুলোও একে একে প্রকাশ করা হবে।
গানের সুর ও সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজোয়ান শেখ ও জিয়াউদ্দিন আলম।
সালমা দ্য ডেইল স্টার অনলাইনকে বলেন, “অনেকদিন পর এই অ্যালবামের গানগুলো করে খুব ভালো লেগেছে। বিশেষ করে ‘দরদ’ গানটা আমাকে ভীষণ করে ছুঁয়ে গেছে। অনেকদিন পর মনের মতো তিনটা গান করলাম। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।
Comments