বিজিএমইএ ভবন ভাঙা এখন সময়ের ব্যাপার
বিজিএমইএ ভবন ভেঙে ফেলার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ হয়েছে। আজ সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করে দেওয়ায় হাতিরঝিলে অবৈধভাবে গড়ে তোলা ১৫ তলা ভবনটি ভেঙে ফেলা ছাড়া আর কোন বিকল্প থাকলো না।
তবে ভবনটি ভাঙার জন্য সময় পাবে তৈরি পোশাক প্রস্তুতকারীদের সংগঠনটি। এর জন্য বিজিএমইএ কর্তৃপক্ষকে সময় চেয়ে আবেদন করেতে বলেছেন আদালত।
ভবন ভাঙার সময় চাওয়ার আবেদনের নিয়ে আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ আদেশ দিবেন।
বিজিএমইএ’র আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ভবনটি অবশ্যই ভেঙে ফেলতে হবে। তবে এর জন্য সুপ্রিম কোর্ট কিছুদিন সময় দিবেন। তিনি আরও জানান, ভবন ভাঙতে তিন বছর সময় চাইবে বিজিএমইএ।
এর আগে গত ৮ নভেম্বর অবিলম্বে নিজ খরচে বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের আদেশ বহাল রাখার পূর্ণ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। ওই রায়ে বলা হয় বিজিএমইএ নিজ উদ্যোগে ভবনটি না ভাঙলে আদেশ পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউক ভবনটি ভেঙে তার খরচ আদায় করবে।
Comments