জাতীয় পাট দিবস উপলক্ষ্যে ছবি আঁকলেন বিপাশা হায়াত

Bipasha
ছবি আঁকছেন বিপাশা হায়াত, ছবি: শাহরিয়ার কবির হিমেল

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পার্শ্বের রাস্তায় একটি তাঁবুর নীচে একমনে ছবি আঁকছেন বিপাশা হায়াত। মগ্ন হয়ে এঁকেই চলছেন তিনি। কাছে গিয়ে আসল বিষয়টা বোঝা গেলো। ততোক্ষণে, একটু একটু করে ভীড় বাড়তে শুরু করেছে উৎসুক মানুষের।

আগামীকাল ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষ্যে পাটের তৈরী ক্যানভাসে আজ দেশের প্রবীণ ও নবীনশিল্পীসহ মোট চল্লিশজন ছবি আঁকেন। সেখানে আরও ছিলেন বরেণ্য শিল্পী হাশেম খানসহ অনেকেই।

সবাই একটি করে ছবি এঁকেছেন এই পাটের ক্যানভাসে। কিন্তু, বিপাশা হায়াত একটি ছবি শেষ হবার পর আরেকটি ছবি আঁকা শুরু করলেন।

ছবি আঁকার ফাঁকে দ্য ডেইলি স্টার অনলাইনকে বিপাশা বলেন, “পাট দিবস উপলক্ষ্যে এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাটের ক্যানভাসে ছবি আঁকার বিষয়টি আমাকে উৎসাহিত করেছে। এমন বরেন্য শিল্পীদের পাশাপাশি আমাকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে – এটা অনেক ভালোলাগার বিষয়।”

এসএম সুলতানের পাটের ক্যানভাসে ছবি আঁকার কথা উল্লেখ করে তিনি বলেন, “একটা অন্যরকম অনুভূতি কাজ করছে নিজের ভেতর।”

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago