পাবনায় গির্জার প্রহরীকে কুপিয়ে জখম
পাবনা জেলার চাটমোহর উপজেলার একটি ক্যাথলিক গির্জার প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, দুর্বৃত্তরা গিলবার্ট ডি কস্তা নামের ৬৫ বছর বয়সী ঐ নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করে।
ডি কস্তা এখন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, মথুরাপুর ক্যাথলিক গির্জার গেটের কাছে ভোর সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
হাবিব বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আমরা তিনজনকে আটক করেছি। আমাদের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে।”
তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে, ২০১৫ সালের অক্টোবরে পাবনার ঈশ্বরদী উপজেলায় একজন খ্রীষ্টধর্মগুরুর ওপর আক্রমণ করা হয়েছিল।
Comments