আবার কলকাতার ছবিতে সোহানা সাবা

Saba
অভিনেত্রী সোহানা সাবা। ছবি: দ্য ডেইলি স্টার

কলকাতার নির্মাতা হরনাথ চক্রবর্তীর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘এপার ওপার’ নামের চলচ্চিত্রটি।

এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন সাবা। তাঁর বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার নায়ক সৌরভ চট্টপাধ্যায়ের।

সাবা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আগামী সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন জায়গায় সিনেমাটির শুটিং শুরু হতে হচ্ছে। এটি একটি সামাজিক, রাজনৈতিক ও মানবিক গল্পের সিনেমা।”

“হরনাথ চক্রবর্তী অনেক বিখ্যাত একজন নির্মাতা। তাঁর সঙ্গে কাজ করা মানে স্বপ্নটাকে ছোঁয়ার মতোই। সেই সঙ্গে ছবিটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন একটি সত্য ঘটনা অবলম্বনে। আমি খুব খুশি। আশা করছি, এটি আমার অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।”

‘এপার ওপার’ ছবিটির সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। এটি নির্মিত হচ্ছে এএনএম গ্লোবাল ফিল্মস-এর ব্যানারে। ছবিটি প্রযোজনার সঙ্গে জড়িত রয়েছে বাংলাদেশের ব্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন ঢালিউডের সাবা। ছবিটি গেল বছর মুক্তি পাওয়া পর বেশ প্রশংসা অর্জন করে। সেই ধারাবাহিকতায় এবার তাঁর ক্যারিয়ারে যোগ হচ্ছে টলিউডের দ্বিতীয় ছবি।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

2h ago