নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো ডুবোজাহাজ ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’
বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মত আজ দুটি ডুবোজাহাজ কমিশন করা হয়েছে। এর ফলে “ত্রিমাত্রিক বাহিনী”-তে পরিণত হলো নৌবাহিনী।
চট্টগ্রাম নেভি জেটির পার্শ্ববর্তী এলাকায় আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা “বানৌজা নবযাত্রা” ও “বানৌজা জয়যাত্রা” নামের ডুবোজাহাজ দুটি উদ্বোধন করেন।
বঙ্গোপসাগরে নজরদারি ও নৌবাহিনীর সামরিক শক্তি বাড়াতে গত ২২ ডিসেম্বর চীনের তৈরি ডুবোজাহাজ দুটি বাংলাদেশে এসে পৌঁছায়।
এর আগে গত ১৪ নভেম্বর চীনের লিয়াওনান শিপইয়ার্ডে রিয়ার এডমিরাল লিউ জিঝু সে দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে সাবমেরিন দুটি হস্তান্তর করেন।
৭৬ মিটার দীর্ঘ, ৭ দশমিক ৬ মিটার চওড়া দুটি সাবমেরিনেই রয়েছে টর্পেডো ও মাইন। প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজকে আক্রমণ করতে সক্ষম বাংলাদেশ নৌবাহিনীর এই ডুবোজাহাজগুলো।
Comments