ব্যস্ত ববির ফিল্মি-দুনিয়া

‘খোঁজ - দ্য সার্চ’ চলচ্চিত্রটি ২০১০ সালে মুক্তি পেলে বাংলা সিনেমায় দুটি নতুন মুখের আর্বিভাব ঘটে। একজন হলেন অন্তত জলিল ও অন্যজন ববি।

এই ব্লকবাস্টার ছবিটির পর, মডেল-অভিনেত্রী ববি অনেকগুলো অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করেন। এগুলোর মধ্যে একটি ছিল ‘অ্যাকশন জেসমিন’।

বাংলাদেশের এই সুপার-হিরোইন তাঁর বাবার ইচ্ছার বিরুদ্ধে এসে ফিল্মি-দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন। পরে, অবশ্য বাবার অনুমতি মিলেছিল।

নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ববি কথা বলেন স্টার লাইভের সঙ্গে। তাঁর সাক্ষাৎকারটি দেখতে ভিডিওটিতে ক্লিক করুন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago