আজীবন সম্মাননায় ভূষিত মিতা হক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তীতে চ্যানেল আই প্রাঙ্গণে ৮ মে অনুষ্ঠিত “রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা”-য় রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক এবং রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক সনৎ কুমার সাহাকে আজীবন সম্মাননা প্রদান করেছে চ্যানেল আই।
মিতা হকের হাতে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও মামুনুর রশিদ, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রবি’র সিইও-ব্যবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন আহমেদ ও প্রজেক্ট ডিরেক্টর শিহাব আহমেদ এবং এনআরবি’র সিইও-ব্যবস্থাপনা পরিচালক এম. ই. চৌধুরী।
মিতা হক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এ মূহূর্তে আনুষ্ঠানিকভাবে আনন্দ প্রকাশ করতে না পারলেও তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ তাঁরা যেন রবীন্দ্রচর্চা অনেক বেশি বেশি করে করেন। সবখানে ছড়িয়ে দিতে হবে রবীন্দ্রচর্চা।”
এর আগে, “রবীন্দ্রমেলা” সম্মাননা পেয়েছিলেন কলিম শরাফী, অজিত রায়, ড. সনজিদা খাতুন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, ফাহমিদা খাতুন, আতাউর রহমান, ড. আনিসুজ্জামান এবং ড. আহমদ রফিক।
Comments