জামিন পেলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়
জামিন পেলেন ভারতের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় দলটির চিফ হুইপও তিনি। দীর্ঘ জেরার মুখোমুখি হয়ে এই বছরের ৩ জানুয়ারি সিবিআই তাঁকে গ্রেফতার করে।
তৃণমূল ওই নেতার বিরুদ্ধে কলকাতার একটি অর্থ লগ্নিকারি প্রতিষ্ঠান থেকে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়া অভিযোগ রয়েছে। প্রায় সাড়ে চার মাস পর শুক্রবার সকালে ২৫ লক্ষ টাকার বেল বন্ডের বিনিময়ে উড়িষ্যা হাইকোর্টে বিচারপতি জে পি দাস এই জামিন মঞ্জুর করেন। এমন কি তাঁর পাসপোর্টও জমা রাখাতে হবে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “জামিনের খবর পাওয়ায় ভালো লাগছে। আশা করি, কাল শনিবারেই মুক্তি পাবেন সুদীপ।”
সিবিআই গ্রেফতার করার পর অসুস্থ হয়ে পড়েন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে তিনি সিবিআইয়ের হেফাজতে চিকিৎসাধীন।
রোজভ্যালি নামের অর্থলগ্নিকারি প্রতিষ্ঠানটি ভারতের কালো তালিকাভুক্ত একটি আর্থিক প্রতিষ্ঠান, যাকে স্থানীয় ভাষায় চিটফান্ড প্রতিষ্ঠান বলা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা বাজার থেকে নানা প্রকল্পের কথা বলে সংগ্রহ করার অভিযোগে বিভিন্ন মামলা নথিভুক্ত করা হয়েছে। সিবিআই ছাড়াও ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিষয়ক গোয়েন্দা সংস্থা ইডিও মামলাগুলোর তদন্ত করছে।
Comments