ব্লগার রাজীব হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আহমেদ রাজীব হায়দার। ফাইল ছবি

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এই মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন রেদওয়ানুল আজাদ রানা ও ফয়সাল বিন নাঈম ওরফে দ্বীপ। তারা দুজনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ২ এপ্রিল এদের সাজা ঘোষণা করেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো জাহাঙ্গীর হোসেন ১৬৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করার পর তা আজ প্রকাশ করা হল।

পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় দণ্ডপ্রাপ্তরা এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায় ও সাজার বিরুদ্ধে আপিল করতে পারবেন।

বিভিন্ন ব্লগে লেখালেখির মাধ্যমে জামাত-শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজীব হায়দার। থাবা বাবা ছদ্মনামে লিখতেন তিনি। শাহবাগ আন্দোলনের এই সংগঠককে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি তার মিরপুরের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়।

রাজীব হত্যা মামলায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রানা ও দ্বীপকে মৃত্যুদণ্ড ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানসহ ছয় জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বয়ানের মাধ্যমে রাজীকে হত্যায় উস্কানি দেওয়ায় আনসারুল্লাহ প্রধান জসিমুদ্দিন রহমানিকে (৪৫) পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

অন্য পাঁচ সাজাপ্রাপ্ত—মাকসুদুল হাসান ওরফে অনিক, এহসান রেজা রুম্মন, নাফিস ইমতিয়াজ, নাঈম সিকদার ইরাদ ও সাদমান ইয়াসির মাহমুদ সকলেই ২০১৩ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছিলেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

11m ago