পূর্বাচল নিউটাউন: ঢাকার পাশে আরেকটি ঢাকা
পূর্বাচল নিউটাউন ঢাকার পাশে যেন আরেকটি ঢাকা। ৩০০ ফিট সড়ক পেরিয়ে বালু নদীর ব্রিজের পর থেকে শুরু হয়েছে এই নতুন শহর। রাজউক নির্মাণাধীন ছয় হাজার একরের এই ছোট্ট শহরকে ৩০টি সেক্টরে ভাগ করা হয়েছে চারটি থানায় যা কমাবে রাজধানীর জনসংখ্যার চাপ।
২৬ বছর আগে এই প্রকল্প শুরু করে রাজউক। এর মধ্যে ১৬ বছর গেছে জমি অধিগ্রহণে।
আধুনিক এই শহরে আছে তিন, পাঁচ, সাড়ে সাত ও ১০ কাঠার ২৫ হাজার ১৬টি প্লট। এরই মধ্যে মালিকানা হস্তান্তর করা হয়েছে ১৩ হাজার প্লটের। নতুন শহরের পরিকল্পনায় রাখা হয়েছে পরিবেশবান্ধব নগর জীবনের সকল সুযোগ সুবিধা যেখানে বসবাস করবেন ১৫ লাখ মানুষ। রাজউক জানিয়েছে, ২০১৮ সালের ডিসেম্বরে এই শহর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
নিঃসন্দেহে ঢাকার আবাসন ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে পূর্বাচল নিউটাউন।
Comments